আফগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এখন দেশ পলাতক
স্টাফ রিপোর্টারঃ
রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। সম্প্রতি দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মাধ্যমে জানা যায়, আজমল আহমাদি নিজেই টুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার আগের কয়েক সপ্তাহের কথা, কীভাবে কাটিয়েছেন দিনগুলি।
ওই টুইট বার্তায় তিনি আরও বলেন, দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমান নেমে যায় এবং নতুন করে আর কোন ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু, এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ। আফগান সরকারকে তিনি দায়ী করে বলেন আফগানিস্তানে যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায়ভার সরকারের।
এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে এক ঘোষণায় আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরবর্তীতে জুলাই মাস পর্যন্ত সময়সীমা কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।