রাজশাহীরাজশাহীর সংবাদ
রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এ ছাড়াও করোনামুক্ত হয়ে অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ জনের।
গতকাল সকাল ৬ টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে এই ১০ জনের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন ও পাবনার ২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৮৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।