অবৈধভাবে নির্মাণাধীন বাড়ির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দিন মজুর
নিজস্ব প্রতিনিধিঃ
১৭ আগস্ট বেলা ১১ টায় রাজশাহীর মতিহার থানা এলাকায় জাহাঙ্গীর আলমের বাসা নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন দিন মজুর শফিকুল সরকার। নিহতের বাসা চারঘাট উপজেলার ইউসুফ এলাকায়।
বাসার মালিক জাহাঙ্গীর আলম আরডিএ -এর অনুমোদন না নিয়ে রাস্তার দিকে ৩ ফুট বাড়িয়ে বাসা নির্মাণ করেন। এতে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ এর তার বাসা থেকে মাত্র দেড়ফুট দূরুত্বে পরেছে। নেসকোর অনুমোদন ছাড়াই নিজ দ্বায়িত্বে বিদ্যুৎ মিস্ত্রি দিয়ে বৈদ্যুতিক তারে পানির পাইপ কেটে জড়িয়ে রাখেন যা সম্পুর্ণভাবে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ।
বাড়ির বাহিরের অংশ কাজ করানোর জন্য বাঁশের মাচান তৈরি করে। সেই বাঁশ বিদ্যুৎ তারের সাথে ঘেঁষে ছিলো। আর সেই মাচানের ওপর দাঁড়িয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান দিন মজুর শফিকুল সরকার। বাসার মালিককে সংবাদকর্মী হিসাবে পরিচয় দিয়ে কথা বলতে গেলে কর্কশভাবে নিজেকে নির্দোষ দাবী করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, নেসকোর কিছু অসাধু কর্মচারী কিছু টাকার বিনিময়ে বৈদ্যুতিক তারে প্লাস্টিকের পাইপ লাগিয়ে দিয়ে যায়। যা এখন তারা অস্বীকার করছে। এদিকে বাসা অনুমোদন দিয়েই আরডিএ কর্তৃপক্ষ নিজেদের দ্বায়িত্ব শেষ মনে করে, অথচ বাসা নির্মাণ চলাকালীন সময়ে কোন প্রকার খোঁজ খবর নেয়া হয়নি।